Print Date & Time : 4 August 2025 Monday 9:36 pm

কোনো কিছু প্রচারে মন্ত্রণালয় বাধ্য করে না

নিজস্ব প্রতিবেদক : আমরা মন্ত্রণালয় থেকে কাউকে কল দিই না, কাউকে বাধ্যও করি না কোনো কিছু প্রচার বা লেখার ক্ষেত্রে। তবে গত ছয় মাসে অনেকগুলো হাউস গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক?্যকে ভন্ডুল করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ সাংবাদিক ও তাদের পরিবার এবং আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে গতকাল রোববার তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন ও বেতনভাতা নিশ্চিতে কাজ করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের মালিকানার সঙ্গে সাংবাদিকদের যুক্ত করারও পরিকল্পনা আছে।’ এছাড়া গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা তৈরির আশ্বাস দেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, কারফিউয়ের সময়ে সাংবাদিকতা খুবই একপক্ষীয় হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব?্যস্ত ছিল টিভি চ?্যানেলগুলো। তবে সে ক্ষেত্রে বেশ কিছু পত্রিকা ভালো কাজ করেছে, সত?্য তুলে ধরার চেষ্টা করেছে। এ সময় দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি।
সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে বলে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ চলছে।
যেসব হাউস সাংবাদিকদের বেতন দেয় না, তাদের নিয়ে কী করা যায়, সে বিষয়টি দেখবেন বলে জানান তথ্য উপদেষ্টা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জীবন বাজি দেখে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করেছেন। অথচ তাদের সুরক্ষার জন্য কোনো সরঞ্জাম ছিল না। তাই সাংবাদিক সুরক্ষার কথা সবার আগে চিন্তা করতে হবে।
সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারকে এক লাখ টাকা এবং আহতদের ২৫ হাজার টাকা করে মোট ১৯৭ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।