Print Date & Time : 13 January 2026 Tuesday 10:26 pm

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে মৎসজীবী দলের দোয়া মাহফিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক দম্পর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহরিয়ার কবির রতন, সদস্য সচিব মাসুদ হাসান পলাশ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিন বাপ্পি , সাধারণ সম্পাদক আবু রাইহান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।