Print Date & Time : 21 July 2025 Monday 12:44 am

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কেএমপি’র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

শেয়ার বিজ ডেস্ক : গত সোমবার (১৪ জুলাই) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা মেট্রোপলিটনের পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, সভাপতি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিটিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান বিপিএম সেবা, পিপিএম বার; কেএমপি’র ডিসি ট্রাফিক সুদর্শন কুমার রায়; কেএমপি’র ডিসি হেড কোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম সেবা; কেএমপি’র ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম; কেএমপি’র ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম; কেএমপি’র ডিসি সিটি এসবি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান; কেএমপি’র ডিসি ডিবি মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মোঃ মামুন উর রহমান; কমিউনিটি ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান, খুলনা শাখা ও স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপ-শাখার কর্মকর্তাসহ ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা।

আরআর/