নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় এই সভা। এ সময় ব্যাংকের খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদার করা ও আইনি প্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা দেন চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মো. আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মোফাজ্জেল ও সুভাষ চন্দ দাস, মহাব্যবস্থাপক ইসমাইল, মমিনুল হক, নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাপকরা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক উত্তরণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি খেলাপি আদায় কার্যক্রম জোরদার করা ও আইনি প্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সব নির্দেশনা যথাযথভাবে পরিপালন ও কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শেখ ফরিদ বেসিক ব্যাংককে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাপানের নৈতিক মানদণ্ডের উদাহরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সরকার এই ব্যাংককে পুনরুদ্ধারে আন্তরিক, কারণ এটি একসময় অত্যন্ত ভালো ব্যাংক ছিল এবং সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংকটি পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
মো. সিরাজুল ইসলাম ব্যাংকিং খাতের নিরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের বিষয় তুলে ধরেন এবং ঝুঁকিভিত্তিক পরিদর্শন (আরবিএস) পদ্ধতির উল্লেখ করেন। এছাড়া তিনি অন্যান্য তদারকির মাধ্যমেও ব্যাংকিং কার্যক্রমকে
আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
মো. আব্দুল আহাদ করপোরেট গভর্ন্যান্স, আমানত সংগ্রহ এবং খেলাপিদের কাছ থেকে ঋণ পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি অর্থঋণ-সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. কামরুজ্জামান খান সভায় উপস্থিত সকল শাখা ও উপশাখা প্রধানদেরকে স্বাগত জানান এবং প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন ও নিয়ন্ত্রক সংস্থার সব বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি দৈনন্দিন কাজ সম্পাদন ও গ্রাহক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কৌশলগতভাবে কাজ করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।
ব্যবসায়িক সভায় ব্যাংকের অন্যান্য কৌশলগত দিক সম্পর্কেও ম্যানেজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নির্দেশনা প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে, বেসিক ব্যাংক ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং এর তারল্য পরিস্থিতি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই সুদৃঢ় রয়েছে।

Discussion about this post