মুক্তা বেগম, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর শহরের প্রধান সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন-গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাজীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. মো. শহীদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, এবং মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।
বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মৌন মিছিল টি আজ শুক্রবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী রোড থেকে শুরু হয়ে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে শিববাড়ি মুড়ে গিয়ে শেষ হয়।

Print Date & Time : 14 September 2025 Sunday 9:32 pm
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে গাজীপুরে বিএনপির মৌন মিছিল
সারা বাংলা ♦ প্রকাশ: