চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে। দীর্ঘসময় নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে দেশের সব সেক্টরের মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। জবাবদিহিতা না থাকায় জনগণের সমস্যা সমাধানে তারা কখনো সচেষ্ট ছিল না। সাধারণ ব্যবসায়ী উন্নয়নে তাদের কার্যকর ভূমিকা ছিল না।
আজ বুধবার দুপুরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘চলমান বাণিজ্যিক সংকট উত্তরণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কারণে দীর্ঘ ১৬ বছর দেশের ব্যবসা-বাণিজ্যসহ সকল খাতে যে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার প্রভাব এখনো বিদ্যমান। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে ব্যবসা-বাণিজ্যসহ চলমান সব সংকট নিরসন হবে। ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশি-বিদেশি নতুন বিনিয়োগ সৃষ্টি হবে।
তিনি বলেন, বিএনপি একটি ব্যবসাবান্ধব রাজনৈতিক দল। বিএনপির আমলেই দেশি-বিদেশি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান সবচেয়ে বেশি হয়েছে। ভবিষ্যতেও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সব বাধা দূর করা হবে। নতুন নতুন বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা হবে। যারা মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে, ব্যবসায়ের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে—ওই ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজকে বিএনপি কখনো প্রশ্রয় দেবে না। সব শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে নানা সংকট ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য এস এম সেলিম, সিনিয়র সহসভাপতি আহমদ রশীদ আমু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী।
বক্তব্য রাখেন- খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, মীর মো. সাজ্জাদ উল্লাহ, আইনবিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, দপ্তর সম্পাদক মো. আকবর আলী, কার্যনির্বাহী সদস্য আশুতোষ মহাজন, এসএম সেলিম, মো. রাশেদ আলী, হাজী আবুল কাশেম, পরিতোষ দে, সৈয়দ সাব্বির আহমেদ, জাবেদ ইকবাল, মীর মো. আহসান উল্লাহ রাসেল, সালাউদ্দীন আহমেদ, শাহেদুল ইসলাম, জহির উদ্দিন, মো. মামুন, নিজাম উদ্দিন, সাব্বির সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, হাজী মো. বেলাল হোসেন প্রমুখ।
প্রিন্ট করুন







Discussion about this post