Print Date & Time : 11 September 2025 Thursday 6:24 am

গণভবনে সংবাদ সম্মেলনের তথ্যটি সঠিক নয়

শেয়ার বিজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করবেন এমন খবরটি সঠিক নয়।

সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

পোস্টে তিনি লেখেন, ‘প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরটি মিথ্যা।’

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সোমবার দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন বলে খবর প্রচারিত হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে এমন খবরটি প্রচারিত হয়।

আরআর/