Print Date & Time : 26 August 2025 Tuesday 10:30 pm

গত অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় : এনবিআর চেয়ারম্যান

শেয়ার বিজ ডেস্ক : গত অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

আজ সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা। রাজস্ব আদায় হবেনা এমন কোনো আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিক ভাবেই কাজ করছে। এনবিআরের সব বিষয় চলে সরকারের নির্দেশনায়।

কাস্টমস ডিওটি পেমেন্টগুলো অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে জানিয়ে তিনি বলেন, এতে পণ্য খালাসের জটিলতা কমবে। আর সরকারি কোষাগারে সরাসরি টাকা চলে যাবে। যা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চালু হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।