নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় গম ও ভুট্টা চাষে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারেন কৃষকরা। এক হাজার কোটি টাকার এ তহবিলের মেয়াদ গত জুনে শেষ হয়। বাংলাদেশ ব্যাংক এ তহবিলের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করেছে। বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে ২০২২ সালের আগস্টে গম ও ভুট্টা চাষে কম সুদে ঋণ দিতে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ ীয় ব্যাংক। এখান থেকে ব্যাংকগুলো মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে অর্থায়ন পায়। আর মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে নেয় চার শতাংশ সুদ। গত জুন পর্যন্ত এ তহবিল থেকে বিতরণ করা হয়েছে মাত্র ৬০১ কোটি টাকা।
পুনঃঅর্থায়ন তহবিল পরিচালিত হয় ঘূর্ণায়মান পদ্ধতিতে। এর মানে বিতরণ করা ঋণ ফেরত এনে আরেকজনের মাঝে বিতরণ করা হয়। আমদানি ব্যয় কমাতে বর্তমানে সুদ ভর্তুকির আওতায় মসলা, ভুট্টাসহ আমদানি বিকল্প বিভিন্ন ফসলে চার শতাংশ সুদে ঋণ বিতরণের একটি কর্মসূচি রয়েছে।

Discussion about this post