Print Date & Time : 4 July 2025 Friday 12:54 am

গরমে অস্বস্তি, সুখবর দিলো আবহাওয়া অফিস

শেয়ার বিজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরমে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতিতে টানা বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। দেশের বিভিন্ন স্থানেও গরমে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার (৩০ জুন) দেশের সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে।

এ অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই চলতি সপ্তাহজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এর পর থেকে সারা দেশের কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আভাস রয়েছে। ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।

এতে দেশের বিভিন্ন স্থানে গরম কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আগামী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্র ও শনিবার (৩ ও ৪ জুলাই) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।