নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আজ শনিবার শুরু হচ্ছে দুই দিনের গাড়ি ও কৃষি যন্ত্রপাতির মেলা। এতে গাড়ি, কৃষি ও হালকা প্রকৌশল খাতের সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্র ও যন্ত্রাংশ প্রদর্শন এবং বিক্রি করা হবে। এই তিন খাতের শিল্পোদ্যোক্তারা একে অন্যের চাহিদা ও সরবরাহের সক্ষমতা সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর ফলে এসব যন্ত্রের আমদানিনির্ভরতা কমবে এবং দেশেই আমদানি বিকল্প শিল্পের বিকাশ সহজ হবে বলে আশা করছেন আয়োজকরা।
‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫Ñরোড টু মেড ইন বাংলাদেশ’ শিরোনামে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজনে সহযোগিতা করছে। তেজগাঁওয়ের নাবিস্কো বাসস্ট্যান্ডের কাছে ২৬১সি এডিসন প্রাইম ভবনে অবস্থিত বিসিআই অফিস ভবনের টপ ফ্লোরে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
মেলা উপলক্ষে গত বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ ও দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় মোট ৩৮টি স্টল থাকবে। দুটি সেমিনারও অনুষ্ঠিত হবে। প্রথম দিনে অটোমোবাইলস ও এগ্রো-মেশিনারিজ সেক্টরের বিকাশ ও ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালীকরণ: সমস্যা, সম্ভাবনা ও করণীয় এবং দ্বিতীয় দিনে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস অব অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হাউ বাংলাদেশ কুড ইউটিলাইজ ইটস পটেনশিয়ালস বিষয়ে আলোচনা হবে।

Print Date & Time : 20 September 2025 Saturday 5:08 am
গাড়ি ও কৃষি যন্ত্রপাতির মেলা শুরু আজ
অর্থ ও বাণিজ্য,পত্রিকা,প্রথম পাতা ♦ প্রকাশ: