প্রতিনিধি, ফরিদপুর : গোপালগঞ্জের ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ গড় তুলেছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গতকাল বৃহস্পতিবার বিকালে ফরিদপুরে ইমাম উদ্দিন স্কয়ারে এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি. উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেপ্তার করতে হবে।
তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় ছাত্রলীগ-আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, কিন্তু আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে না, কেউ কেউ গ্রেপ্তার হলেও ছাড়া পাচ্ছে। বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি।
বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। যারা রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যে বলেন, গতকাল রিফাইন্ড আওয়ামী লীগের কর্মকাণ্ড মানুষ দেখেছে। এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক, নয়তো আমরাই গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদমুক্ত করব।
তিনি বলেন, যারা ভেবেছিলেন জুলাই পদযাত্রায় হামলা করে বাধা দিয়ে পদযাত্রা থামিয়ে দেবেন, তারা ভুলে গেছেন যারা বার বার মৃত্যুর সামনে দাঁড়িয়ে ফিরে এসেছে তাদের থামানো যাবে না। তিনি বলেন, ৩ আগস্টের মধ্যে সব জেলায় পদযাত্রা করে শহিদ মিনারে ইশতেহার এবং জুলাই সনদ ঘোষণা করা হবে। এ সময় হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ ীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

Discussion about this post