Print Date & Time : 17 July 2025 Thursday 11:24 pm

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি: ডাক মন্ত্রণালয়

শেয়ার বিজ ডেস্ক : গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

গতকাল বুধবার (১৬ জুলাই) মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যেকোনো স্থানে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন ওঠাই অবান্তর।

দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার ও তাদের দোসরেরা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা অব্যাহত রাখতে ভুল তথ্য এবং অপতথ্য ছড়ানোর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

আরআর/