শেয়ার বিজ ডেস্ক : একটুখানি ভুল হলে থমকে যেতে পারত বিশ্বকাপে খেলার স্বপ্ন। তার ওপর স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম দেখায় হারের তেতো স্মৃতি। কিন্তু লাইপজিগে সোমবার রাতে যেন সব চাপ উড়িয়ে দিল জার্মানি। রেড বুল অ্যারেনায় বাছাইপর্বে স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল চারবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে স্বাগতিকরা। ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন দুর্দান্ত ফর্মে থাকা নিক ভল্টামাডা। জসুয়া কিমিখের বাড়ানো ক্রসে হেডে গোল করেন নিউক্যাসল ইউনাইটেডের এই ফরোয়ার্ড। এরপর ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি।
এরপর বিরতির আগে পাঁচ মিনিটেই স্লোভাকিয়ার প্রতিরোধ আবার ভাঙেন লেরয় সানে।
দ্বিতীয়ার্ধেও থেমে থাকেনি জার্মান আক্রমণ। ৬৭তম মিনিটে কিমিখের বদলি বাকুর জোরাল শটে ব্যবধান দাঁড়ায় ৫-০। আর ৭৭তম মিনিটে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মধ্যে গোল করেন ১৯ বছর বয়সী আসান ওয়েদরেগো।
সানের পাস থেকে কোনাকুনি শটে দূরের পোস্টে বল জড়ান তরুণ মিডফিল্ডার। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন জার্মানি সরাসরি বিশ্বকাপের টিকিট কাটল। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ স্লোভাকিয়াকে খেলতে হবে প্লে-অফে।
এস এস/
