Print Date & Time : 5 August 2025 Tuesday 9:22 am

গ্রামীণ ব্যাংক করছাড়ে আলাদা ট্রিটমেন্ট পায়নি

নিজস্ব প্রতিবেদক : আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো ধরনের সুবিধা দেয়া হয়নি বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক সেমিনারে সাংবাদিকের প্রশ্নের জবাবে গতকাল সোমবার এমন দাবি করেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, আমরা যেটা করেছি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা সমজাতীয় অন্যরা যে সুবিধা পায়, সেটাই আমরা দিয়েছি। এটা নিয়ে আর আপাতত না বলি। আর এখানে কোনো আলাদা ট্রিটমেন্ট দেয়ার ইচ্ছা আমাদের ছিল না বা করিও না।
আব্দুর রহমান খান বলেন, গ্রামীণ ব্যাংকের সব ধরনের আয়ের ওপর কর অব্যাহতি দেয়া হয়েছে। ইন্টারেস্ট আয়ের ওপরও এ অব্যাহতি রয়েছে।
সরকার ক্ষমতায় আসার পর আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেয়া হয় গত বছরের অক্টোবরে। একই শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনকে।
সে সময়ে এ বিষয়ে আলাদা গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে বলা হয়েছে, করদিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করে তবেই এ সুবিধা পাওয়া যাবে।
১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে সবসময়ই কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে গ্রামীণ ব্যাংক।
এ সুযোগ প্রতিষ্ঠানটি পেয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারার আওতায়। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই ধারা অব্যাহত রয়েছে।