নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান এসএফএক্স গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় রাজধানী ঢাকা। গ্রীনহেরাল্ড অ্যালামনাই নেটওয়ার্কের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয় বহুল প্রতীক্ষিত ‘মিট অ্যান্ড গ্রিট ইভিনিং ২০২৫’, যেখানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক, সিস্টার এবং স্কুল কর্তৃপক্ষের প্রাণবন্ত উপস্থিতিতে হয়ে ওঠে স্মৃতিমাখা এক অনন্য আয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট শরিফ জহির তুলে ধরেন এবারের প্রতিপাদ্য— ‘ঐক্যের সুরে, ঐতিহ্যের আলোয়, উদ্দেশ্যের নতুন দিগন্ত’। তিনি বলেন, ‘অ্যালামনাইদের মধ্যে স্থায়ী সম্পর্ক গড়ে তোলা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রসারিত করা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য শক্তিশালী মেন্টরশিপ নেটওয়ার্ক প্রতিষ্ঠাই সংগঠনের মূল লক্ষ্য। তার মতে, গ্রীনহেরাল্ড শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যকার একটি আজীবনের বন্ধন।’
সভাপতির বক্তব্যে শরিফ জহির বলেন, ‘গ্রীনহেরাল্ডের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুসংগঠিত শক্ত প্ল্যাটফর্মে যুক্ত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের পথচলায় ইতিবাচক ভূমিকা রাখা—এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে গ্রীনহেরাল্ড অ্যালামনাই নেটওয়ার্ক।’
পুনর্মিলনীতে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষক ও সিস্টারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এসময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সিস্টার জ্যাকলিন এল. গোমেজ, আরএনডিএম, এবং দীর্ঘদিনের মেন্টর জনাব রোনাল্ড ক্রুজ। তাঁদের উপস্থিতি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিকে আরও সমৃদ্ধ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীনহেরাল্ড অ্যালামনাই নেটওয়ার্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিদ্যা অমৃত খান, ভাইস প্রেসিডেন্ট তানজিন ফেরদৌস আলম, সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মাহিন এম. রহমান এবং নির্বাহী কমিটির সদস্যরা—মাহজাবীন হাশিম, ব্যারিস্টার উপমা বিশ্বাস, ব্যারিস্টার মসিহা ইশরাত, কাওসার আহমেদ, মীর মোসাব্বির আলী, রিয়াদ হোসেন, এমদাদুল হক, কাজী নেওয়াজ ইবনে মাহতাব, অমিত রিচার্ড, রিফাত হাসান ও কানিজ ফাতেমা।
প্রিন্ট করুন










Discussion about this post