শেয়ার বিজ ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোকসুদুজ্জামান আজ ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রোববার গুলশান কর্পোরেট শাখা পরিদর্শন করেন। এসময় তিনি শাখার গ্রাহকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারল্য সংকট নিরসন এবং গ্রাহকদের আস্থা অর্জনে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কর্ম পরিকল্পনা সম্পর্কে তিনি সকলকে অবহিত করেন।
তিনি বলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক দেশের পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর অংশ হতে যাচ্ছে এবং ব্যাংকের বর্তমান সকল গ্রাহক এই নতুন ব্যাংকের গ্রাহকে পরিণত হবেন। এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের বার্তা গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো উল্লেখ করেন শীঘ্রই সকল পর্যায়ে গ্রাহকদের আমানত ফেরত প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা সকলকে অবহিত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তিনি সকলকে ব্যাংকের উপর আস্থা রাখার আহবান জানান।
গুলশান কর্পোরেট শাখার গ্রাহক ও প্রাক্তন নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আমিন আহমেদ মোস্তাফা, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর আতাউল হক, প্রাক্তন জাতিসংঘ কর্মকর্তা হুমায়ন কবির, ইউনিলায়ন্স গ্রুপের অপারেটিং অফিসার মোসাব্বির আলম, গুলশান ক্লাবের সিনিয়র ম্যানেজার হারুনুর রশিদ সহ সম্মানিত গ্রাহক গণসভায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসোসিয়েট প্রশাসক মোহাম্মদ শাহজাহান, গুলশান কর্পোরেট শাখার ব্যাবস্থাপক ফখরুল ইসলাম ও শাখার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এস এস/
প্রিন্ট করুন










Discussion about this post