Print Date & Time : 10 August 2025 Sunday 4:58 am

চট্টগ্রামের পটিয়া বিএনপি তিন ভাগ, চলছে কমিটি গঠনের প্রক্রিয়া

আবদুল আউয়াল, চট্টগ্রাম :  চট্টগ্রামের পটিয়া বিএনপিতে চলছে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের রাজনীতি। নিজ নিজ পক্ষে ব্যানার ফেস্টুনে ছড়িয়ে গেছে পটিয়া আরকান হাইওয়ে রোড। সংগঠনটি দীর্ঘদিন ধরে তিন ভাগে বিভক্ত রয়েছে। দলীয় কোন্দল লেগে আছে পটিয়া বিএনপির। সম্প্রতি এই কোন্দল প্রকাশ্যে এসেছে এবং এর আগে পটিয়া বিএনপির কয়েকজন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়। পাল্টা-পাল্টি অভিযোগের পর অবশেষে তা আবার কেন্দ্রের হস্তক্ষেপে সমাধান আসে। সাবেক সাংসদ গাজী শাহজাহান গ্রুপ, অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া গ্রুপ ও দক্ষিণ জেলা সাবেক সহসভাপতি এনামুল হক গ্রুপ। তিন গ্রুপই সমানতালে এগিয়ে চলার চেষ্টা করছে। গাজী শাহাজান জুয়েল পটিয়া দুবার বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হলেও বিভিন্ন কারনে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচনে তার ভরাডুবি হয়েছে। পটিয়ায় বিএনপির শক্ত অবস্থান হলেও তৃতীয়বার সংসদ নির্বাচনে গাজী শাহাজান জুয়েল তার অবস্থান ধরে রাখতে পারেননি। অথচ তখন উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী ইদ্রিস মিয়া বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বর্তমানে পটিয়ায় জুয়েল গ্রুপের অবস্থান তৃতীয় পর্যায়ে। আন্দোলন সংগ্রামের সময় মাঠে না থাকা, বিদেশে পালিয়ে যাওয়