চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী। দুজনেরই বয়স ৪২।
আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়া এবং আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়া উপসর্গ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘চট্টগ্রামে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে (এপিক ডায়াগনস্টিক সেন্টার) দুজন জিকা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তবে এটি একটি কম্বাইন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। এ কারণে আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ঢাকার, সিডিসি-স্বাস্হ্য অধিদফতর ও জাতীয় রোগ নিরূপণ ও গবেষণাকেন্দ্রে অবগত করেছি। ওনারা এ ভাইরাস আক্রান্তের রোগ নির্ণয় ও আইএইসআর রিপোর্টিংয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জিকা ভাইরাসের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

Discussion about this post