Print Date & Time : 14 September 2025 Sunday 12:54 pm

চট্টগ্রামে ৬৫০ প্রতিযোগীর প্রতীকী ম্যারাথন

প্রতিনিধি, চট্টগ্রাম : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় ম্যারাথনে অংশগ্রহণ করেন ৬৫০ প্রতিযোগী।

সাধারণ শিক্ষার্থী, জুলাইয়ে আহত যোদ্ধা, ক্রীড়াবিদ, যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। প্রতীকী ম্যারাথন উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সকাল ৭টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন।

প্রতীকী ম্যারাথনের মেয়েদের বিভাগে শ্রাবণী চৌধুরী (১ম স্থান), তাবাসসুম সোবাহ (২য় স্থান) ও মোসাম্মাত সোহানা (৩য় স্থান) বিজয়ী হন। ছেলেদের বিভাগে মুসফিকুর রহমান (১ম স্থান), মোহাম্মদ সুমন (২য় স্থান) ও আবু নসর (৩য় স্থান) বিজয়ী হয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সবাইকে মেডেল ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।