Print Date & Time : 7 September 2025 Sunday 10:37 pm

চালু হচ্ছে ৬৫০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো স্টার্টআপ ফান্ডে বড় ধরনের পরিবর্তন আনতে গঠিত হচ্ছে সাড়ে ৬০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এ ফান্ড থেকে উদ্যোক্তাদের ঋণের বদলে ইকুইটি আকারে বিনিয়োগ দেয়া হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে স্টার্টআপ ফান্ডের কাঠামো নিয়ে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আলোচনা শেষে সাংবাদিকদের সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘আমাদের লক্ষ্য স্টার্টআপদের স্বপ্ন পূরণে সহায়তা করা। ঋণের চাপ না দিয়ে আমরা বিনিয়োগ করব। সে জন্য বাংলাদেশে প্রথমবারের মতো স্টার্টআপ ফান্ডে বড় ধরনের পরিবর্তন আনতে গঠিত হচ্ছে সাড়ে ৬০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এ ফান্ড থেকে উদ্যোক্তাদের ঋণের বদলে ইকুইটি আকারে বিনিয়োগ দেয়া হবে।’

মাসরুর আরেফিন বলেন, ‘শুরুতে এই ফান্ডের তদারকিতে কোঅর্ডিনেটর থাকবে বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্ট। এখন বোর্ড গঠিত হবে। ব্যাংকারদের নিয়েই ওই বোর্ড গঠিত হবে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (এবিবি) পক্ষ থেকে আমাদের এ নামগুলো পাঠাতে হবে। নতুন একটা কোম্পানি ফর্ম হবে। সেটার নিবন্ধন হবে। যাত্রা শুরু হতে হতে তিন-চার মাস সময় লেগে যেতে পারে। তবে কাজ আজ থেকে পুরোদমে শুরু হলো।’

সিটি ব্যাংকের সিইও বলেন, ‘আমাদের দেশের স্টার্টআপদের মাথায় প্লান গিজগিজ করছে। ১০০টার মধ্যে একটি স্টার্টআপ দাঁড়ালেও আমাদের টাকা উঠে যাবে। মনে রাখতে হবে, আমরা লোন দিচ্ছি না বিনিয়োগ করছি।’

কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে ৫০০ কোটি টাকার একটা রিফাইন্যান্স ফান্ড তৈরি করেছে। যেখানে ব্যাংকগুলো দশমিক ৫ শতাংশ রেটে নিয়ে ৪ শতাংশে স্টার্টআপদের ঋণ দেয়া যাবে।