শেয়ার বিজ ডেস্ক : দেশে ক্রমবর্ধমান এলএনজির চাহিদা মেটাতে সরকার গতকাল মঙ্গলবার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।
উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির (এএসসিজিপি) ৩৫তম সভায় গতকাল মঙ্গলবার এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুসারে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের এম/এস অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৪৯৭ কোটি ৯১ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে।
আরেক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের এম/এস গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৫০২ কোটি ৯৫ লাখ টাকায় আরও এক কার্গো এলএনজি ক্রয় করবে।
এছাড়া কমিটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদন করেছে। এর আওতায় ‘অয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইনের কার্বন হ্রাসে কারিগরি সহায়তা’ শীর্ষক প্রকল্পের জন্য নরওয়ের কার্বন লিমিটস এএস থেকে কনসালট্যান্সি সেবা গ্রহণ করা হবে; যার ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ টাকা।