গাইবান্ধা প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নবণির্মিত হরিপুর-চিলমারী রাস্তার কাজ শেষ না হতেই ব্রিজে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার প্রাণকেন্দ্র মাটিকাটা মোড় হতে হরিপুর-চিলমারী তিস্তা সেতুগামী জনগুরুত্বপূর্ণ রাস্তার ৮১মিটার দৈর্ঘ্যরে সেতুতে ভাঙন দেখা দেয়ার পথচারী ও যানবাহন চালকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটির কাজ শেষ না হতেই ব্রিজে ভাঙন দেখা দেয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
জানা গেছে,গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলা হেড কোয়ার্টার সড়কে তিস্তা নদীর উপর ১হাজার ৪৯০মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প (৩য় সংশোধিত) এর আওতায় চিলমারী অংশে ৫,২৩০ মিটার সড়ক উন্নয়নকরণ কাজে ওই রাস্তায় ৬টি কালভার্ট ১টি ২০মিটার ও ১টি ৮১মিটার ব্রিজের কাজ বাস্তবায়ন করে চিলমারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা তেলিপাড়া এলাকায় ৮১মিটার দৈর্ঘের একটি ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়নের ঠিকা চুক্তি সম্পাদিত হয় ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী তারিখে। যার চুক্তি মূল্য ছিল ৬কোটি ৩৬লক্ষ ১৪ হাজার ৯৯৬টাকা। ব্রিজটির কাজ করেন কুড়িগ্রামের ঠিকাদার খায়রুল কবির লেলিন।
২৪ আগষ্ট ২০২০সালে ৮১মিটার ওই ব্রিজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৩সালে ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু রাস্তাটির কাজ এখনও চলমান রয়েছে। এরই মধ্যে ৮১মিটার দৈর্ঘ্যের ব্রিজটির উপরে ৩স্থানে ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ শেষ না হতেই ব্রিজে ভাঙন দেখা দেয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা তেলিপাড়া এলাকায় অবস্থিত ৮১মিটার ব্রিজটির উপরে ৩স্থানে ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী মওলানা ভাসানী সেতু খুলে দেয়ার ওই পথে প্রতিনিয়ত বিভিন্ন রকমের যানবাহন চলাচল করছে। ব্রিজের উপরে ভাঙন দেখা দেয়ায় এসব যানবাহনের চালক এবং পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এসময় পথচারী জয়নুল আবেদীন, সাইফুল ইসলাম রাঙা, আলমগীর হোসেন, বাদল মিয়াসহ অনেকে জানান,মাত্র ব্রিজের কাজ শেষ হয়েছে এখনও রাস্তার কাজ শেষ হয়নি,এরই মধ্যে ব্রিজের উপরে ভাঙন। কাজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, ৮১ মিটার ব্রিজটির প্যাটেনষ্টোন ঢালাই দেয়ার দুইদিন পরে আর্চ ব্রিজের কাজে নিয়োজিত যন্ত্রপাতি ওই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়ায় হয়তো কোন আঘাত পেয়েছিল তাই ঢালাইয়ে ভাঙন দেখা দিয়েছে। কাজের ৩বছর পার হয়েছে,এখন রাস্তা কার্পেটিংয়ের সাথে কাজ করতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (চঃদাঃ) মো.জুলফিকার আলী জানান, ৮১ মিটার ব্রিজের কাজ পূর্ববর্তী উপজেলা প্রকৌশলীর আমলে হয়েছে। তবে ব্রিজের মূল স্লাবের উপরে কভারিং হিসেবে প্যাটেনষ্টোন ঢালাই নামে একটি ঢালাই দেয়া হয়। ঢালাই দেয়ার পর কোন পরিবহন উপর দিয়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে। রাস্তা কার্পেটিংয়ের সময় ব্রিজটির উপর দিয়ে কার্পেটিং করা হবে বলে জানান তিনি

Discussion about this post