নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অন্যতম জোট ইউনিয়ন অব এনজিও’স অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)’র ৩৯তম কাউন্সিল মিটিং হল বাংলাদেশে। বাংলাদেশি উন্নয়ন সংস্থা ছওয়াবের হাত ধরে ঢাকায় হয়ে গেলো সেই সম্মেলন। এই কাউন্সিল মিটিং ও আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন-২০২৫ মুসলিম বিশ্বের জন্য এক মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তুরস্কের ইস্তানবুলে ইউএনআইডব্লিউ’র যাত্রা শুরু হয় ২০০৫ সালের ১ মে, ৪০ দেশের ৩ শতাধিক বেসরকারি সংস্থার অংশগ্রহণে। বর্তমানে বিশ্বের ৬৬টি দেশের ৩৫৪টি সংস্থার সদস্য। ৫ জুলাই মর্যাদাপূর্ণ এ সংগঠনের ৩৯তম কাউন্সিল ও একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে ছওয়াব।
তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. হালিস ইউনুস এসরোজের সম্মানে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে ৪ জুলাই শুরু হয় অনুষ্ঠান। এতে ১৩টি দেশের ২৫ জন অতিথি অংশগ্রহণ করেন। আর ৪ জুলাইয়ের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. হালিস ইউনুস এসরোজ এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা ছওয়াব। বর্তমানে সংগঠনটি প্রায় ৬০টি জেলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত এবং ১২টি প্রধান কর্মসূচির অধীনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প, যেমন: অনানুষ্ঠানিক শিক্ষা, দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, স্বাস্থ্য ও স্যানিটেশন, শেল্টার ও নন-ফুড আইটেম, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, রমজান ও কোরবানি প্রকল্প এবং জরুরি ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
সংস্থাটি সম্প্রতি দুটি আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজনের মধ্য দিয়ে দেশের সুনাম যেমন বৃদ্ধি করেছে তেমন দেশের বাইরে বাংলাদেশের পরিচয় বহন করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামিক এনজিও প্ল্যাটফর্ম-এর ৩৯তম কাউন্সিল ও ‘আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট ২০২৫’ শীর্ষক কর্মসূচির সফল আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক অগ্রগতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ছওয়াব।

Discussion about this post