নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমানের (৫৮) খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
মুশফিকুর রহমানের পরিবার জানিয়েছে, গত শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের উদ্দেশ্যে বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর খিলক্ষেত পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি মুশফিকুর। বাসা থেকে বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন মাথে নিয়ে যাননি।
এই ব্যাংক কর্মকর্তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও এখন (শনিবার দুপুর দেড়টা) পর্যন্ত কোন সন্ধান পাননি বলে জানিয়েছেন। পরিবারের পক্ষ হতে শনিবার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, বাসার পাশের মসজিদে তিনি নামাজ আদায় করেননি।
এ বিষয়ে খিলক্ষেত থানায় শনিবার ৫ জুলাই সাধারণ ডায়েরি (জিডি নং ২৬১) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে মোবাইল নম্বর ০১৭১১৭৮২৫৮৪ (জিয়াউর রহমান, মুশফিকুর রহমানের ছোট ভাই) অথবা ০১৯১১ ২২৪৭১৮ (আবদুল আলিম খান, কোম্পানি সেক্রেটারি, জনতা ব্যাংক পিএলসি.) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

Discussion about this post