শেয়ার বিজ ডেস্ক : জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। খবর-বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের দাবি, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। ট্রাম্প বলেন, “আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, জাপানের সঙ্গে। এটি সবার জন্যই ভালো একটি চুক্তি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি সবসময় বলি- চুক্তিটা যেন উভয়পক্ষের জন্যই লাভজনক হয়।”
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার জাপান। বেশকিছু ধরেই ট্রাম্প বলে আসছিলেন, তিনি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে চান।
এদিকে, একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ফিলিপাইনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন।
তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ফিলিপাইন থেকে আমদানির ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে এবং ম্যানিলা মার্কিন পণ্যের ওপর থেকে সব শুল্ক প্রত্যাহার করবে। তবে, এই চুক্তিটি এখনও ফিলিপাইন কর্তৃক নিশ্চিত করা হয়নি।
যদিও চুক্তিগুলোর সূক্ষ্ম বিবরণ অস্পষ্ট রয়ে গেছে, হোয়াইট হাউজ কোনো তথ্য প্রকাশ করেনি, তবুও এটি ট্রাম্পের শুল্ক যুদ্ধের একটি বড় অগ্রগতির ইঙ্গিত দেয়।

Discussion about this post