Print Date & Time : 5 August 2025 Tuesday 1:11 am

জামাল ভূঁইয়া সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

সার্ফ এক্সেল বাংলাদেশগর্বের সাথে ফুটবল তারকা জামাল ভূঁইয়াকে তাদের নতুন ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানাচ্ছে। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনি ও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন।

গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল “দাগ থেকে দারুণ কিছু”এই বিশ্বাসে অটল—কারণ, দাগ মানে শিশু রাখছে, শিখছে, এবং নিঃসংকোচে বেড়ে উঠছে—পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই। জামাল ভূঁইয়ার জীবনযাত্রা, যার প্রতিটি ধাপে আছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল, এই ‘Play On’ ভাবনার এক জীবন্ত উদাহরণ।

সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া এক সাথে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে—তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনো থেমে না যায়।