শেয়ার বিজ ডেস্ক : বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ আবারও বিলম্বিত হলো। এবার নতুন প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৯ নভেম্বর।
গেমটি প্রথমে ২০২৫ সালের শরতে প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে ২০২৬ সালের মে মাসে নেওয়া হয়। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে রকস্টার গেমস জানিয়েছে, ডেভেলপমেন্ট টিমকে আরও ছয় মাস সময় দেওয়া হচ্ছে গেমটির মান উন্নত ও নিখুঁত করতে।
রকস্টার তাদের বিবৃতিতে বলেছে, “আমরা জানি এই দীর্ঘ প্রতীক্ষা কষ্টদায়ক, তবে অতিরিক্ত কয়েক মাস আমাদেরকে গেমটি সেই মানে শেষ করতে সাহায্য করবে, যা আপনারা প্রত্যাশা করেন।”
২০১৩ সালে প্রকাশিত গ্র্যান্ড থেফট অটো ৫ ইতিহাসের দ্রুততম বিক্রিত বিনোদন পণ্য হিসেবে মাত্র তিন দিনে ১ বিলিয়ন ডলারের বিক্রয় ছুঁয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত গ্র্যান্ড থেফট অটো ৬ এর ট্রেলার ইউটিউবে রেকর্ড সংখ্যক ভিউ পায়।
তবে সাম্প্রতিক বিলম্বের কারণ সম্পর্কে রকস্টার বিস্তারিত কিছু জানায়নি। গত সপ্তাহে কোম্পানিটি গোপন তথ্য ফাঁসের অভিযোগে ৩০–৪০ কর্মীকে বরখাস্ত করেছে।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post