শেয়ার বিজ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় শিক্ষাবোর্ডগুলো এ ফল প্রকাশ করে। এতে দেখা গেছে, গতবারের চেয়ে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।
এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
গত বছর ১ লাখ ৮২ হাজার ১২৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। গত বছরের চেয়ে এ বছর ৪৩ হাজার ৯৭ জন জিপিএ-৫ কম পেয়েছে।
এ বছর গড় পাশ কমেছে প্রায় ১৫ শতাংশ। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক শুন্য ৪ শতাংশ।
১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়—যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
আরআর/