Print Date & Time : 15 July 2025 Tuesday 12:32 am

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩ টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে জুট স্পিনার্স লিমিটেড।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল এর দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৪ দশমিক ৭৬। আর ৬০ পয়সা বা ৪ দশমিক ৩৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আরামিট সিমেন্ট ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাফকো স্পিনিং ৪.২০ শতাংশ,হামি ইন্ডাস্ট্রিজ ৩.৬২ শতাংশ, ন্যাশনাল টি ৩.৩৮ শতাংশ,এনার্জি প্যাক পাওয়ার ৩.৩৭ শতাংশ,এভেন্ট ফার্মা ৩.২৩ শতাংশ,প্রিমিয়ার লিজিং ৩ দশমিক ২৩ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ ৩ দশমিক ২১ শতাংশ কমেছে।

আরআর/