নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় বেড়ে ৪৭৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। জুলাই মাসে দেশের রপ্তানি আয়ে গত বছরের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে, যা গত বছরের জুলাইয়ের রপ্তানি আয়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি। গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করে। গত অর্থবছরের (২০২৪-২৫) জুলাই মাসে দেশের রপ্তানি আয় ছিল ৩৮২ কোটি ডলার।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি খাতে ৮ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়, যদিও শেষ মাস জুনে রপ্তানি আয় ৭ দশমিক ৫৫ শতাংশ কমেছিল।
জুন মাসের এই মন্দার জন্য বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার হ্রাস, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অনিশ্চয়তা, দেশে গ্যাস সংকট এবং ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিকে দায়ী করেছেন রপ্তানিকারকরা। ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের রপ্তানি আয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।
তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি গত জুলাই মাসে বেড়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ মোট ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা বিগত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪ হাজার ৪৪৭ কোটি ডলার।

Discussion about this post