নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। বছরের ব্যবধানে ৫ হাজার ৩৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ের মূসক (মূল্য সংযোজন কর) থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত ২০২৪ সালের জুলাই মাসে এ খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। গত জুলাই মাসে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে গত জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। ২০২৪ সালের জুলাই মাসে একই খাতে আদায় হয়েছে ৫ হাজার ১৭৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে আদায় ১ হাজার ১২০ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে ২০২৫ সালের জুলাই মাসে প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের ২০২৪ সালের জুলাই মাসে এই খাতে আদায় হয়েছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।
রাজস্ব আদায়ের এ ধারা অব্যাহত রাখার জন্য আয়কর, মূল্য সংযোজন কর এবং কাস্টমস শুল্ক-কর আদায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা আরাও জোরদার করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড নানাবিধ কার্যকর উদ্যোগ নেবে।
করদাতারা আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করে যথাযথ পরিমাণ কর পরিশোধের মাধ্যমে দেশ গড়ার কাজের অন্যতম অংশীদার হবেন বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

Discussion about this post