Print Date & Time : 10 July 2025 Thursday 9:17 pm

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ১০ জুলাই

শেয়ার বিজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা স্মরণে ও শহীদ সাংবাদিক পরিবারকে সম্মান জানাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।