Print Date & Time : 14 September 2025 Sunday 7:43 am

জুলাই সনদ নিয়ে সুখবর দিলেন আলী রীয়াজ

শেয়ার বিজ ডেস্ক :জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকালের (২৮ জুলাই) মধ্যে সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেওয়া হবে।

তিনি বলেন, ‘কমিটমেন্টের জায়গাগুলোর একটা খসড়া কমিশন তৈরি করেছে। কমিশন আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠাবে বিবেচনার জন্য’।

আজ রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শুরু হলে তিনি এ কথা জানান।

খসড়া নিয়ে কমিশনে আর আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এগুলো শব্দের ব্যাপার যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে, তাহলে আমরা ফ্লোরে আনব, নাহলে আনব না। আপনারা যদি মতামত দেন সেগুলোকে সন্নিবেশিত করেই চূড়ান্ত সনদে প্রাথমিক বক্তব্যগুলো থাকবে, প্রক্রিয়াটাও থাকবে এবং কমিটমেন্টের যে জায়গাগুলো সেগুলোও থাকবে’।

আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে কথা হবে। এছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হবে বলে জানান আলী রীয়াজ।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘আমাদের বিশ্বাস যে এ বিষয়ে ঐকমত্য তৈরি করতে পারব’।

আরআর/