Print Date & Time : 7 September 2025 Sunday 5:27 pm

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে পুরোনো রেট শিডিউল বাতিল করে ৮০ শতাংশ বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. মাছুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আসিফ খান শেলী, সাংগঠনিক সম্পাদক জয়নূল আবেদীন, দপ্তর সম্পাদক সজীব চন্দ দে, কোষাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম তালুকদার প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানান, প্রতি বছরই কর ও ভ্যাট বাড়লেও কাজের দাম বাড়ে না। শেষে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেনের কাছে স্মারকলিপি দেন ঠিকাদাররা।