Print Date & Time : 14 July 2025 Monday 1:34 pm

টানা ৫ ম্যাচে জোড়া গোল করলেন মেসি

শেয়ার বিজ ডেস্ক : এমএলএস-এ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোল করে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই রেকর্ডকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

বাংলাদেশ সময় রোববার সকালে ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি করলেন আরও একটি জোড়া গোল। ফলে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির দুটি গোলই আসে দুই অর্ধে। প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে গোলকিপারকে বোকা বানিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন মেসি। এর আগে মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। এমএলএসে এমন ধারাবাহিকতায় জোড়া গোল করার কীর্তি আগে কারও ছিল না।

এদিন ফ্রি কিক থেকে করা গোলটি মেসির ব্যক্তিগত আরেকটি অর্জনের সাক্ষ্য। এটি ছিল তার ৬৯তম ফ্রি কিক গোল, যা তাকে এই তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছে। পিছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্কোস আসুনসিওকে (৬৮)। সামনে আছেন জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

ন্যাশভিল অবশ্য ম্যাচে একবার ফিরেছিল—৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে সমতা ফিরিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে টানা ছয় ম্যাচ অপরাজিত মায়ামির পয়েন্ট দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮। ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান এখন পাঁচে। অন্যদিকে ন্যাশভিল ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৪৩ পয়েন্ট (২২ ম্যাচ)।

আরআর/