Print Date & Time : 13 January 2026 Tuesday 9:46 pm

টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যাংক খাতে সংস্কার জরুরি

ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতির চালিকা শক্তি। এই ব্যবস্থা না থাকলে অর্থনীতিকে গতিশীল করা প্রায় অসম্ভব। অর্থের যাবতীয় প্রবাহ এই মাধ্যমকে ব্যবহার করে চালনা শক্তি তৈরি করে। গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, দেশ-বিদেশ সর্বত্রই অর্থের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করে ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যবস্থা যদি অশুভ মানুষের চাপে ভুল পথে পরিচালিত হয়—তাহলে অর্থনৈতিক সংকট অনিবার্য।

শেয়ার বিজে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, ‘ব্যাংক খাত সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। ঋণখেলাপি কমাতে রাজনৈতিক প্রভাব, ব্যাংক রেজুলেশন আইন বাস্তবায়ন, ব্যাংক কোম্পানি আইন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি

রাজধানীর ধানমন্ডিতে গত শনিবার সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৫-২৬: নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

আর সাম্প্রতিককালে ব্যাংকিং সেবাকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করে আরো উন্নত সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নামে, অনেকে ব্যাংকের মালিক বনে যান। তারপরে পর্যায়টা হচ্ছে ঋণের নামে গ্রাহকের আমানত কুক্ষিগত করে বিদেশে পাচার করা। পেছন ফিরে দেখলে বাংলাদেশের ব্যাংকিং বাস্তবতা জাতিকে এই তথ্যই নিশ্চিত করবে।

রাজনৈতিক প্রভাবে সরকারি ব্যাংকগুলোতে দলীয় লোকজনকে পরিচালক নিয়োগ, চেয়ারম্যান-এমডি নিয়োগে রাজনীতিকীকরণ, ঋণ বরাদ্দে দলীয় রঙ, দলীয় লোকদের ছায়ায় নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন- সবই হয় ক্ষমতার বৃত্তে দলীয় রঙে।

যারা রাজনীতির নামে গণতান্ত্রিক অধিকার নিয়ে ক্ষমতায় আরোহণ করেন, তারাই ব্যাংক ব্যবস্থাকে প্রায় ধ্বংস করেছেন।

সিপিডির ওই আলোচনায় প্রধান বক্তা বলেছেন,‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি আবারও গতিশীলতা ফিরে পাবে।’

দেশের রাজনীতিকরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিয়ম মেনে দেশ পরিচালনা করেন, তাহলে ব্যাংক ব্যবস্থাসহ অর্থনীতিতে আবারও সম্ভাবনা ফিরিয়ে আনা যায়।

বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। সঠিক দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা গেলে এই মানবসম্পদই দেশের অর্থনীতিকে নতুন গতি দিতে পারে- এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই আমাদের অর্থনীতিকে ঢেলে সাজাতে হলে, সম্ভাবনাময় তরুণ জনশক্তিকে কাজে লাগাতে হলে সবার আগে ব্যাংকিং ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে নির্বিঘ্ন করতে হবে। আমরাই তাই মনে করি।