শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এবং সাবেক ফক্স নিউজ উপস্থাপিকা ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। খবর: সিনহুয়া।
ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ট্যামি ব্রুসকে তিনি জাতিসংঘের উপ-প্রতিনিধি (অ্যাম্বাসেডর পদমর্যাদাসহ) হিসেবে মনোনীত করেছেন। তিনি ট্যামিকে ‘মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্ট সেলিং লেখক’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, স্টেট ডিপার্টমেন্টে তার কাজ প্রশংসনীয় এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হয়ে তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন।
ট্যামি ব্রুস ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোনয়নে তিনি কৃতজ্ঞ। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করা তার জন্য গর্বের বিষয় ছিল এবং এখন তিনি জাতিসংঘে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিমালা ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে চান।
ব্রুস একজন সাবেক রক্ষণশীল উপস্থাপক, লেখক ও রাজনীতি বিশ্লেষক। তিনি ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে ‘স্পিরিট অব লিংকন অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তিনি ফক্স নিউজে দুই দশক ধরে কাজ করেছেন এবং অনেক বই লিখেছেন, যেখানে উদারপন্থা ও বামপন্থার সমালোচনা রয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ট্যামি ব্রুস মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত নীতিগুলো, যেমন ট্রাম্পের অভিবাসন কঠোরতা এবং গাজায় বেসরকারি সামরিক কন্ট্রাক্টরদের মাধ্যমে সাহায্য বিতরণের বিষয়েও সমর্থন জানিয়েছেন।
এরই মধ্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে ট্রাম্পের মনোনীত মাইক ওয়াল্টজ এখনো সেনেটের অনুমোদন পাননি। বর্তমানে ডোরোথি শিয়া, যিনি ২০২৪ সালে উপ-প্রতিনিধি ছিলেন, এই দায়িত্ব পালন করছেন।
ট্যামি ব্রুস কখন দায়িত্বভার গ্রহণ করবেন, তা এখনও নিশ্চিত নয়।

Discussion about this post