প্রতিনিধি, বেনাপোল : বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ জন আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার অসিত কুমার সত্যতা নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষায় প্রথম ধাপে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে অনত্র বদলি করা হয়েছে।
বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছে। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তী সময়ে অন্যদেরও বদলি করা হবে।
গত কয়েকদিন আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিশের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৬৫ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
জানা যায়, বন্দরে আমদানি, রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নামে ট্রাক প্রতি তারা ২০ থেকে ৪০ টাকা চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে।
অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদা আদায়ের সত্যতা পেয়ে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার কার্যক্রম শুরু করেছে। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

Print Date & Time : 1 August 2025 Friday 5:55 pm
ট্রাক থেকে চাঁদা আদায় বেনাপোলে ৬৫ আনসার সদস্য প্রত্যাহার
পত্রিকা,সারা বাংলা ♦ প্রকাশ: