Print Date & Time : 7 September 2025 Sunday 2:01 pm

ট্রাম্পের শুল্ক বৈধতা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে অনুরোধ জানিয়েছেন যে, ফেডারেল একটি আপিল আদালতের রায় বাতিল করা হোক, যা তার ব্যাপক শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করেছিল। খবর- বিবিসির।

গত বুধবার রাতে দাখিল করা একটি আপিলে ট্রাম্প প্রশাসন বিচারকদের দ্রুত হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছে যাতে তারা রায় দেন যে, বিদেশি দেশগুলোর ওপর এই ধরনের আমদানি শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।

গত সপ্তাহে বিভক্ত মার্কিন আপিল আদালত ৭-৪ ভোটে রায় দেয় যে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের মাধ্যমে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন, তা প্রেসিডেন্টের কর্তৃত্বের মধ্যে পড়ে না। আদালত বলেছেন, শুল্ক নির্ধারণ করা হলো কংগ্রেসের মূল ক্ষমতা।

এই মামলা ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির এজেন্ডাকে উল্টে দিতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলার শুল্ক ফেরত দিতে বাধ্য করতে পারে।

ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে শুল্ককে ন্যায্যতা দিয়েছিলেন, যা প্রেসিডেন্টকে ‘অসাধারণ ও প্রত্যাশিত’ হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেয়।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প একটি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে, বাণিজ্য ঘাটতি দেশীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

আপিল আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিলেও, ট্রাম্পের সিদ্ধান্ত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বহাল রেখেছে। ফলে ট্রাম্প প্রশাসন আপিল দাখিল করার জন্য সময় পেয়েছে।

বুধবার রাতে দাখিল করা ফাইলে সলিসিটর জেনারেল জন সাউয়ার বলেছেন যে, ‘নিম্ন আদালতের ভুল সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, চলমান কূটনৈতিক ও বাণিজ্য আলোচনাকে ব্যাহত করেছে এবং প্রেসিডেন্টের দেশকে রক্ষা করার প্রচেষ্টায় আইনগত অনিশ্চয়তা তৈরি করেছে।’

এদিকে ট্রাম্পের শুল্ক আরোপকে চ্যালেঞ্জ জানানো ছোট ব্যবসার পক্ষের আইনজীবীরা বলেছেন, তারা আত্মবিশ্বাসী যে মামলাটি তারা জিতবেন।

লিবার্টি জাস্টিস সেন্টারের জেফ্রি শোয়াব বলেছেন, ‘এই অবৈধ শুল্কগুলো ছোট ব্যবসার জন্য মারাত্মক ক্ষতি করছে এবং তাদের টিকে থাকার সম্ভাবনা বিপন্ন করছে। আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য এই মামলার দ্রুত সমাধান আশা করি।’

সুপ্রিম কোর্ট যদি ট্রাম্প প্রশাসনের আপিল গ্রহণ না করে, তাহলে নিম্ন আদালতের রায় ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে মে মাসে, নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালত শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করেছিল। আপিল প্রক্রিয়ার সময় সেই রায়ও স্থগিত ছিল।

সর্বশেষ আপিল আদালতের রায় মূলত ছোট ব্যবসা এবং কিছু মার্কিন রাজ্যের একটি জোটের করা মামলার পর এসেছে।

এপ্রিল মাসে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য ৯০টিরও বেশি দেশের ওপর বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি ‘পারস্পরিক’ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন।

তবে এই শুল্কগুলো ছাড়াও, আপিল আদালতের রায় কানাডা, মেক্সিকো ও চীনের ওপর থেকে শুল্কও বাতিল করেছে। ট্রাম্প এই শুল্কগুলো অপরিহার্য বলে দাবি করেছেন যাতে অবৈধ ড্রাগ আমদানি রোধ করা যায়। তবে রায়টি অন্যান্য শুল্কের ওপর প্রযোজ্য নয়, যেমন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক।