শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। খবর-বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় তিনি বলেছেন, তিনি ‘আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ’। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ‘দীর্ঘ’ ফোনালাপ হয় বলে জানিয়েছিল হোয়াইট হাউস।
জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প নেটোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
ইউক্রেনও এরপর নিশ্চিত করে যে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ‘দীর্ঘ ফোনালাপ’ করেছেন জেলেনস্কি।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি দীর্ঘ ফোনালাপ ছিল। প্রথমে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে, তারপরে ইউরোপীয় নেতারা এতে যোগ দিয়েছিলেন।’
গত শুক্রবার ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনায় জেলেনস্কি উপস্থিত ছিলেন না।
ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা ভালো হলে দ্বিতীয় বৈঠক হতে পারে এবং তিনি জেলেনস্কিকে কল করতে পারেন।
এদিকে এক লিখিত বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার ‘দীর্ঘ ও বাস্তবসম্মত’ কথোপকথন হয়েছে। প্রথমে তিনি ট্রাম্পের সঙ্গে একান্তে এবং তারপর ইউরোপীয় নেতাদের নিয়ে যৌথভাবে কথা বলেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার আজ জেলেনস্কি ও ট্রাম্পের এই ফোনালাপে যুক্ত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে তার কার্যালয়।
তিনি ইউরোপীয় নেটো নেতাদের এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি গ্রুপ কলে যোগ দেন। তবে ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয় কলে যোগ দেননি। এই কলে যে নেতারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস, পোলেন্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, নেটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দের লেয়েন ছিলেন।
এদিকে প্রায় এক ঘণ্টা ধরে ট্রাম্পের সঙ্গে একান্তে কথা বলার তথ্যও দিয়েছেন জেলেনস্কি।
বাদ পড়ায় ইউক্রেনীয়রা গভীরভাবে অসন্তুষ্ট ছিল এবং জেলেনস্কি বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে পরবর্তী দফায় আলোচনার জন্য তিন নেতারই উপস্থিত থাকা উচিত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার মুখোমুখি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা যুদ্ধবিরতি বা কোনো চুক্তির মতো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠাই এই বৈঠকের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছিলেন ট্রাম্প।
তবে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘খুব ভালো বৈঠক হয়েছে’।
আর এই বৈঠকের এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প ও পুতিন বৈঠকটি ছিল খুবই ইতিবাচক।
আবার বৈঠক হলে সেটা মস্কোয় হবে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান পুতিন। ট্রাম্প সেই সম্ভাবনা নাকচ না করে বলেন, সেই সম্ভাবনা রয়েছে।
এদিকে গতকাল সকালে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের সময়ও রাশিয়া হামলা বন্ধ করেনি, বরং রাতভর ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা করেছে।