Print Date & Time : 2 August 2025 Saturday 10:07 am

ডাচ রাষ্ট্রদূতকে তলব করল ইসরায়েল

শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অভিযান নিয়ে সমালোচনা এবং দুই কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ঘটনায় তেল আবিবে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, নেদারল্যান্ডস সরকার ইসরায়েলের চরম সংকটের সময়ে পুরোনো বন্ধুত্বকে প্রকাশ্য বৈরিতায় রূপ দিয়েছে। সম্ভবত এটি তাদের রাজনৈতিক স্বার্থ থেকেই করা হয়েছে।

এর একদিন আগে, সোমবার রাতে ডাচ সরকার এক চিঠিতে জানায়, তারা ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে গাজায় চলমান পরিস্থিতির সমালোচনা করে।

পাশাপাশি, ডাচ সরকার ইসরায়েলি কট্টরপন্থি দুই মন্ত্রী ইতামার বেন-গেভির ও বেজালেল স্মোত্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে, গত মাসে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়েও এই দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জুনে জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকে নেদারল্যান্ডস একটি অন্তর্বর্তী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। সূত্র: রয়টার্স