Print Date & Time : 11 August 2025 Monday 8:45 pm

ডিএসইতে সূচকের পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের কারণে ইতোমধ্যে গভীর সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতকাল আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।

ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮ দশমিক ০৭ পয়েন্ট কমে এক হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩১ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৪০১টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ১০৯টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২৪৭টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৪৫টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ২২২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৫২টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১৪৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৮টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ৩৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৭টি ফান্ড ও কোম্পানির দর। ‘জেড’ ক্যাটেগরির ৯৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ১৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৫টি ফান্ড ও কোম্পানির দর।

একইসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশির ভাগ ফান্ডের ইউনিটের দরও কমেছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র তিনটি ফান্ডের ইউনিট দর বেড়েছে; বিপরীতে ১৮টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৫টি ফান্ডের ইউনিট দর।

ডিএসইতে গতকাল মোট ২৩ কোটি ২ লাখ ৫ হাজার ৫২টি শেয়ার ও ইউনিট দুই লাখ ২৮ হাজার ৪৬০ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৭৬০ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৪০ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, গতকালের পুঁজিবাজারে মূল্যসূচকের পতন এবং বেশির ভাগ শেয়ারের দর কমে যাওয়া বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। আগামী দিনগুলোয় বাজারের গতিবিধি কেমন থাকে, তা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাজারসংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। আগামী কার্যদিবসে বাজারের গতিবিধি কী হয়, তা জানতে অপেক্ষাও করতে বলছেন তারা।