শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক বাড়ার বিষয়টি লক্ষ্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠায় ডিএসই। তবে ডিএসইর সেই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
আজ রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছে নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর। গত ১৭ আগস্ট কোম্পানি কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, নর্দার্ণ জুটের গত ২৯ জুলাই শেয়ার দর ছিল ১০২ দশমিক ৭০ টাকায়। আর ২১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১২৭ টাকায়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর বেড়েছে ২৪ দশমিক ৩০ টাকা বা ২৪ শতাংশ।
এভাবে শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Discussion about this post