Print Date & Time : 8 August 2025 Friday 8:15 pm

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের ৬০ দিন আগে।’

গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের এই চিঠি গতকাল নির্বাচন কমিশনে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নির্বাচন কমিশন সচিবের কাছে এই চিঠি পাঠান।

ইসি সানাউল্লাহ বলেন, ‘২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত হওয়া ভোটারদের ভোটার তালিকায় সন্নিবেশিত করা হবে। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে প্রবাসী ভোটারদের তালিকাও তৈরি হবে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত হয়েছে কমিশন সভায়। এআইয়ের অপব্যবহার রোধে কিছু বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনে একান্তই বাধ্য না হলে কোনো প্ল্যাটফর্ম সীমিত করবে না কমিশন। তবে ড্রোন ব্যবহার করা যাবে না।’

প্রবাসী বাংলাদেশি ভোটারদের ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রার্থীর নাম থাকবে না। অনলাইন নিবন্ধন ও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে বলে জানান সানাউল্লাহ।

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন।’

তিনি জানান, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা প্রভৃতি বিষয় উঠে এসেছে।

এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করবেন। গতকাল বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরের চেষ্টায় বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে।

রিজার্ভ বৃদ্ধিসহ গত এক বছরে অনেক অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করব।’

শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, জ্বালানি সংকট দূর করার মধ্যবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারব।’