Print Date & Time : 16 January 2026 Friday 1:25 am

ডি.নেট-এর গভর্নিং বডি চেয়ারপার্সন হলেন ড. শাহ মো. আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ডি.নেট তাদের গভর্নিং বডি চেয়ারপার্সন হিসেবে অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিবকে নিয়োগ দিয়েছে। তাঁর এ নিয়োগ ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ডি.নেট-এর চলমান কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় এ সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ডি.নেট-এর সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক হাবিব শিক্ষা, নীতিনির্ধারণমূলক গবেষণা, সুশাসন এবং উন্নয়ন অর্থায়নে কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) উন্নয়ন এবং গ্রিন ব্যাংকিংয়ে তাঁর অবদান দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত। ডি.নেট-এর দায়িত্বের পাশাপাশি তিনি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর একজন স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানটির বোর্ড অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, ‘এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও আশাবাদী। ডি.নেট বরাবরই উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে ডি.নেট-এর ভূমিকা আরও জোরদার করতে পারব বলে আমি প্রত্যাশা রাখি।’

অধ্যাপক হাবিব বর্তমানে আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের সদস্য এবং ‘ভ্যালর অব বাংলাদেশ’-এর ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ ডি.নেট-এর শক্তিশালী সুশাসন, নেতৃত্ব এবং উদ্ভাবনের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করল।