নিজস্ব প্রতিবেদক : দেশে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৩ জন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়।
২০২৩ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন। ২৪ ঘণ্টায় মৃত তিন ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশে এ বছর সবচেয়ে বেশি ৪১ জন মানুষ মারা যান জুলাই মাসে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, আগস্ট মাসে ৩৯ এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত আটজন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন। এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম চার দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩৩ জন রোগী।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৪৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৪০ জন।

Discussion about this post