নিজস্ব প্রতিবেদক : ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করার পর চলতি দায়িত্ব দেয়া হয়েছে এ কে এম শাহনেওয়াজকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েববসাইটে গতকাল সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শাহনেওয়াজ ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৮৯ সালে এবি ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। তার পূর্বসূরি শেখ মোহাম্মদ মারুফ ২০২৪ সালের ১ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঢাকা ব্যাংকে যোগ দিয়েছিলেন। দশ মাসের মাথায় গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ‘পদত্যাগের কোনো কারণ নেই। একদম ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমি কয়েকটা দিন অফ নেব, তারপর দেখি।’
ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এমডির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
একেএম শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ঢাকা ব্যাংকে যোগদানের আগে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়ায় ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যাংক খাতের সঙ্গে যুক্ত একেএম শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি দেশ-বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং ও লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।