শেয়ার বিজ ডেস্ক : মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ সোমবার (১৪ জুলাই) বিকাল থেকে বন্ধ থাকবে। এই সময়ে মেট্রোরেল চললেও কোনও ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে না।
গতকাল রবিবার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেবল ১৪ জুলাই বিকাল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণী সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে পাঠানো হলো।
আরআর/

Discussion about this post