নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তিসচেতন তরুণ প্রজন্মের জন্য দেশে প্রথমবারের মতো অ্যাপ-ভিত্তিক সোশ্যাল কারেন্সি প্রিপেইড কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। ‘স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড’ নামের এই উদ্ভাবনী পেমেন্ট সল্যুশনটি যৌথভাবে তৈরি হয়েছে ইবিএল, ভিসা ও দ্য ইউরস ট্রুলি’র কৌশলগত অংশীদারত্বে।
এই কো-ব্র্যান্ডেড কার্ডটি মূলত ডিজিটালি সক্রিয় তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। ফ্রিল্যান্সার, ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং শিক্ষার্থীরে নিজস্ব অর্থ ব্যবস্থাপনায় স্বাধীনতা ও নমনীয়তা দিতে কার্ডটি বিশেষভাবে কার্যকর।
অর্থ ও লাইফস্টাইল-দুইয়ের সমন্বয়
ডুয়েল কারেন্সি সুবিধাসম্পন্ন এই প্রিপেইড কার্ডটি ফ্লেক্স অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে কন্টাক্টলেস পেমেন্ট, ই-কমার্স লেননে এবং একটি ইনোভেটিভ রিওয়ার্ড সিস্টেম ‘ফ্লেক্সস্কোর’ অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে নির্ষ্টি মার্চেন্ট থেকে ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা সরাসরি অ্যাপে সাইনআপ করে ব্যাংকে না গিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী বক্তব্যে ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত
উদ্বোধনী অনুষ্ঠানে ভিসার বাংলাশে, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমে বলেন, ‘তরুণরে জন্য নিরাপ ও নমনীয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন নিশ্চিত করতে স্কাইফ্লেক্স কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি তরুণদের অর্থ ব্যবস্থাপনায় নতুন ধারা তৈরি করবে।’
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘নতুন প্রজন্মকে ক্ষমতায়নে ও ডিজিটাল-প্রথম আর্থিক প্রডাক্ট প্রবর্তনের মাধ্যমে ইবিএল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’
দ্য ইউরস ট্রুলি লিমিটেডের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম বলেন, ‘এই কার্ড কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি তরুণদের প্রতিভা অর্থনৈতিক সাফল্যে রূপান্তরিত করতে সহায়তা করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে মিলনমেলা
গতকাল শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের এমডি আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; দ্য ইউরস ট্রুলির চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন ফেরদৌস ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেইটি সাবরিন।
সামাজিক যোগাযোগভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় স্কাইফ্লেক্স কার্ড হতে যাচ্ছে তরুণদের জন্য এক নতুন সম্ভাবনার নাম।

Discussion about this post